মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আর্থিক খাতে সংস্কার অব্যাহত থাকবে : অর্থ উপদেষ্টা   * স্বৈরাচারের দোসরদের যড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন : তারেক রহমান   * বিএনপি মহাসচিবের সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক   * ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসি মুহাম্মদ তালেবুর রহমান   * তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা উপদেষ্টার   * আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না : প্রধান উপদেষ্টা   * নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা   * পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ   * সংস্কারের জন্য প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধান উপদেষ্টা   * ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রন্ত ৪০৩ জন  

   সম্পাদকীয়
চামড়া পাচার বন্ধে সীমান্তমুখী যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ
  Date : 19-08-2018

অনলাইন ডেস্ক :

কোরবানির পশুর চামড়া যাতে দেশ থেকে পাচার হতে না পারে সেজন্য ঈদের পর সীমান্তমুখী চামড়াবাহী সব ধরনের যানবাহন চলাচলের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে সড়ক-মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়েও বিশেষ অভিযান চালানো হবে। চেকপোস্টগুলোতে চামড়াবাহী প্রতিটি যানবাহনের নম্বর, চালকের মোবাইল নম্বর ও ছবি তুলে রাখাসহ আনুষঙ্গিক বিষয়ে তথ্য সংগ্রহ করে রাখা হবে। চামড়াবাহী যানবাহনকে সাভারের চামড়া শিল্প নগরীর দিকে পাঠানো হবে। যেসব যানবাহন যেতে অনাগ্রহ দেখাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। মূলত আগামী ২০২১ সাল নাগাদ চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৪০ হাজার কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা পূরণের জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স পুরো বিষয়টি মনিটরিং করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সারাদেশে ছোট বড় প্রায় ৩শ’ চামড়া প্রস্তুতকারী কারখানা রয়েছে। তারমধ্যে ঢাকাতেই ২৬৫টি। বাকিগুলো ঢাকার বাইরে। উচ্চ আদালতের নির্দেশের পর বেশিরভাগ কারখানাই সাভার চামড়া শিল্প নগরীতে চলে গেছে। প্রতিবছর ঈদ-উল-আজহায় সারাদেশে এক কোটি প্রাণী কোরবানি হয়। অধিকাংশ চামড়াই এক সময় ঢাকায় আসতো। এখন সাভারে ট্যানারি শিল্প গড়ে ওঠায় চামড়া সেখাবে যাবে। তাছাড়া বেশকিছু চামড়া দেশের বিভিন্ন জেলায় থাকা চামড়া প্রস্তুতকারী কারখানায় যায়। সরকারের পক্ষ থেকে এবার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চামড়া পাচাররোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেজন্য নিয়মিত সড়ক মহাসড়কে, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। আর বেআইনিভাবে চামড়া বেচাকেনা ও পাচারকারীদের শাস্তি দিতে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
সূত্র জানায়, বাংলাদেশ থেকে রফতানিকারক পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে তৈরি পোশাক। দ্বিতীয় অবস্থানে হিমায়িত মাছ। আর তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। ২০১৩-২০১৪ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করে ৫০ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ও ২০১৪-২০১৫ অর্থবছরে সাড়ে ৬২ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আর ২০১৫-২০১৬ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি করে বৈদেশিক আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় একশ’ কোটি ডলার। বাণিজ্যমন্ত্রী ২০২১ সাল এ লক্ষ্য মাত্রা ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করেছেন।
সূত্র আরো জানায়, চামড়া পাচার রোধে রাজধানীর চারদিকে ১৪টি জায়গায় চেকপোস্ট বসানো হচ্ছে। ওসব চেকপোস্ট বসছে পোস্তা, লালবাগ, হাজারীবাগ, সোয়ারীঘাট, সদরঘাট, আশুলিয়া বেড়িবাঁধ, আমিনবাজার, গাবতলী, সাভার, সাভারের বলিয়ারপুর, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায়। সাভারের বলিায়ারপুরের চেকপোস্টটি পরিচালনা করবে ঢাকা জেলা পুলিশ। গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, মানিকগঞ্জ, মাওয়া ফেরিঘাট, কাঁচপুর ব্রিজসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সুলতানা কামাল ব্রিজ এলাকায়ও চেকপোস্ট বসানো হচ্ছে। তাছাড়া রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি চামড়া পাচার রোধে সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব। একই সাথে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
এদিকে চামড়া পাচার প্রসঙ্গে হাইওয়ে পুলিশ প্রধান উপ-মহাপরিদর্শক আতিকুল ইসলাম জানান, সারাবছর জুড়েই চামড়া পাচারের চেষ্টা হয়। সেজন্য সারাবছরই চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এবার চেকপোস্টে দায়িত্বরতদের চামড়াবাহী যানবাহনকে সাভারের চামড়া শিল্প নগরীতে পাঠানোর কড়া নির্দেশ দেয়া হয়েছে। আর চামড়াবাহী যানবাহনগুলোকে সীমান্তের দিকে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। যারা এমন নির্দেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। ঈদের পর টানা এক সপ্তাহ সারাদেশে চামড়া পাচাররোধে বিশেষ অভিযান ও নিরাপত্তা এবং চেকপোস্ট ব্যবস্থা জোরদার থাকবে।
অন্যদিকে একই প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম ইতোমধ্যেই সীমান্ত রক্ষীবাহিনী বিজিবিকে চামড়া পাচার রোধে সীমান্তে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছেন।



  
  সর্বশেষ
আর্থিক খাতে সংস্কার অব্যাহত থাকবে : অর্থ উপদেষ্টা
বেরিয়ে এলো অভিনেত্রী হিমুর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য
স্বৈরাচারের দোসরদের যড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন : তারেক রহমান
বিএনপি মহাসচিবের সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বৈঠক

সম্পাদক : স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
সম্পাদক কর্তৃক ১১২/২-এ পূর্ব বাসাবো, ঢাকা থেকে প্রকাশিত। তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা) সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ ।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১।
E-Mail: dainikdhaka5@gmail.com, dailydhaka2003@gmail.com