রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রন্ত ৪০৩ জন   * ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি আজ আমিরাত থেকে দেশে ফিরছেন   * ট্রাম্পের সাজা নির্বাচন পর্যন্ত পেছালেন বিচারক   * গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. মুহাম্মদ ইউনূস   * এখনো উদ্ধার হয়নি ১৮৮৫টি অস্ত্র, ৩ লাখ গোলাবারুদ   * সম্প্রীতি বিনষ্টকারীদের কালো হাত ভেঙ্গে দিতে হবে : ধর্ম উপদেষ্টা   * গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা   * ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন   * বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা   * শিগগিরই রপ্তানি তথ্য সমন্বয় করা হবে : অর্থ উপদেষ্টা  

   কৃষি সংবাদ
নেত্রকোনায় সেচের পানি না দেওয়ায় কৃষকের ৩ একর জমি পতিত
  Date : 18-01-2024
নেত্রকোনা প্রতিনিধি:
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সেচের পানি না দেওয়ায় প্রায় একর জমির আবাদ করতে পারছেন না এক কৃষক। বিভিন্ন জনের সহযোগিতার আশায় এখন ঘুরছেন এখানে ওখানে। কিন্তু পাচ্ছেননা কোন সমাধন। সবুজ মণ্ডল (৬২) নামের ওই কৃষক ও তার মেয়ে মাহমুদা গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সবুজ মণ্ডলের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মোবারকপুর গ্রামে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সবুজ মণ্ডলের সঙ্গে তার চাচাতো ভাই বাবুল মণ্ডলদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায় নয় মাস আগে সবুজ মণ্ডলরা বাজার থেকে একটি হাঁস কিনে এনে জবাই করেন। এ সময় বাবুল মণ্ডলরা তাদের একটি হাঁস হারানো অজুহাত এনে তা সবুজ মণ্ডলদের ওপর দোষারোপ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বাবুল মণ্ডল, তার স্ত্রী পারভীন আক্তার, ভাই সিদ্দিক মণ্ডলের এমদাদ মণ্ডলসহ লোকজন সবুজ মণ্ডলদের ওপর হামলা চালায়। এতে সবুজের তার স্ত্রী আন্দোলা আক্তার ও তার মেয়ে লাকি আক্তার আহত হন। এ নিয়ে থানায় মামলা করা হলে প্রতিপক্ষ আরও আরো ক্ষিপ্ত হন। মামলা তুলে না নেওয়ায় গত ১০ জুলাই সবুজের বড় মেয়ে মাহমুদা আক্তার ও তার স্বামী রুহুল আমিনকে মারধর করাসহ মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। এ নিয়ে মামলা হলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে সবুজ মণ্ডলের খেতের পাশে তার চাচাতো ভাই আলামিন মণ্ডলদের সেচ পাম্পের পানি না দেওয়ায় সবুজ মণ্ডলের দুই একর আট শতক জমির বোরো আবাদ বন্ধ রয়েছে। এ নিয়ে গতকাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। 
সবুজ মণ্ডল বলেন, ‘আমার ছেলে সন্তান না থাকায় তিন মেয়েকে জমি ভাগ করে দেওয়া হয়। এরপর থেকে চাচাতো ভাই ও ভাতিজারা আমার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা ও তুচ্ছ ঘটনা সাজিয়ে মারধর করাসহ বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। আমি প্রায় সাত মাস ধরে বাড়ি ছাড়া। এখন তারা পাম্প থেকে সেচের পানি দিচ্ছে না। অথচ সেচের কাছেই আমার জমি। সেচের অভাবে দুই একার আট শতক বোরোর আবাদ বন্ধ রয়েছে।’
সবুজ মিয়ার বড় মেয়ে মাহমুদা আক্তার বলেন, সেচের পানির না দেওয়ায় বোরো আবাদ করতে পারছিনা। খেতগুলো থেকে প্রায় ১৬০ মণ বোর ফসল উৎপন্ন হয়, যারা মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। ফসলের ওপরই আমাদের নির্ভর।‘
প্রতিবেশী কাজিম উদ্দিন, হক মিয়া, মুসলেম উদ্দিনসহ কয়েকজন জানান সেচের পানি না দেওয়ায় খেতে বোরো আবাদ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাবুল মণ্ডল বলেন, ‘সবুজ মিয়া লোক সুবিধা না, তিনি ঝগড়াটে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটিয়েছে। তিনি (সবুজ) নিজে সেচ পাম্প বসিয়ে তার খেতে পানি দেউক। আমরা আমাদের সেচ থেকে পানি দিবনা।’ 
এ ব্যাপারে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও তানিয়া তাবাসুম বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছে গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


  
  সর্বশেষ
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, আক্রন্ত ৪০৩ জন
ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি আজ আমিরাত থেকে দেশে ফিরছেন
ট্রাম্পের সাজা নির্বাচন পর্যন্ত পেছালেন বিচারক
গণ-আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্সেস হাসপাতালে ড. মুহাম্মদ ইউনূস

সম্পাদক : স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
সম্পাদক কর্তৃক ১১২/২-এ পূর্ব বাসাবো, ঢাকা থেকে প্রকাশিত। তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা) সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ ।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১।
E-Mail: dainikdhaka5@gmail.com, dailydhaka2003@gmail.com